বাংলাদেশের খবর

আপডেট : ১৫ July ২০১৮

ডনের জন্মদিনে সোহম

কালীঘাটে মন্দিরে বাইরে শিশুদের চকোলেট উপহার দেন সোহম ছবি : ইন্টারনেট


হেডলাইনে কোনো ভুল নেই। আপনি ঠিকই পড়ছেন। ডনের জন্মদিন সেলিব্রেট করলেন সোহম। হ্যাঁ, অভিনেতা সোহম। কিন্তু ডন কে? না! এর সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের কোনও সম্পর্ক নেই। ডন হল অভিনেতার দু’বছরের ছেলে। যার ভাল নাম আয়াংশ। কিন্তু আদর করে সোহম তাকে ‘ডন’ বলে ডাকেন।

শনিবার ছিল আয়াংশের জন্মদিন। দুই পেরিয়ে তিনে পা দিল খুদে। স্বভাবতই দিনটা খুবই স্পেশ্যাল ছিল অভিনেতার কাছে। তার ওপর শনিবার ছিল রথ। ফলে সেলিব্রেশনের জোড়া কারণ মজুত ছিল।

শনিবার সকালেই স্ত্রী এবং ছেলেকে নিয়ে কালীঘাটে পুজো দেন সোহম। তারপর মন্দিরে বাইরে শিশুদের উপহার হিসেবে চকোলেট দেন। ২০১২-এ স্ত্রী তানিয়াকে বিয়ে করেন সোহম। দম্পতির আরও এক পুত্রসন্তান রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১