বাংলাদেশের খবর

আপডেট : ১৫ July ২০১৮

ঊর্মিলার সাভালোভা

লাক্স তারকা ঊর্মিলা শ্রাবন্তী কর সংরক্ষিত ছবি


‘সাভালোভা’ নামের নতুন একটি ঈদ ধারাবাহিকে অভিনয় করছেন লাক্স তারকা ঊর্মিলা শ্রাবন্তী কর। সাত পর্বের এ ধারাবাহিকটি পরিচালনা করছেন এজাজ মুন্না। এতে ঊর্মিলার বিপরীতে অভিনয় করছেন জোভান ও মিশু সাব্বির।

জানা গেছে, নাটকে ‘সাইরা’ চরিত্রে অভিনয় করছেন ঊমিলা। আপাতত নাটকের নাম ‘সাভালোভা’ ঠিক করা হয়েছে তবে পরিবর্তন হতে পারে।

নাটকে অভিনয় প্রসঙ্গে ঊর্মিলা বলেন, ‘ঈদে দর্শকের চাহিদার কথা মাথায় রেখে অনেক কাজ করতে হয়। আমি বরাবরই কাজের মানকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। গত ঈদেও তা-ই করেছি। এবার সেটাই করব। এজাজ মুন্না ভাই আমার পছন্দের নির্মাতা। তিনি যত্ন করে কাজ করেন। এ নাটকটিও তিনি অত্যন্ত যত্ন নিয়ে নির্মাণ করেছেন। আশা করি নাটকটি দর্শকপ্রিয়তা পাবে।’

ঊর্মিলা, জোভান ও মিশু সাব্বির ছাড়াও নাটকটিতে আরো অভিনয় করছেন আশনা হাবিব ভাবনা, ইরফান সাজ্জাদ, সাজু খাদেম প্রমুখ। নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটি ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত এনটিভিতে প্রচার হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১