বাংলাদেশের খবর

আপডেট : ১৪ July ২০১৮

রোববার থেকে জিলক্বদ মাস শুরু

আগামীকাল রোববার থেকে পবিত্র জিলক্বদ মাস গণনা শুরু হবে ছবি: সংগৃহীত


দেশের আকাশে আজ ১৪৩৯ হিজরি সনের পবিত্র জিলক্বদ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ১৫ জুলাই রোববার থেকে পবিত্র জিলক্বদ মাস গণনা শুরু হবে।

আজ রোববার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য ড. মোয়াজ্জেম হোসেন।

সভায় বলা হয়,১৪৩৯ হিজরি সনের পবিত্র জিলক্বদ মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় , আজ ২৯ শাওয়াল, ১৪ জুলাই শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলক্বদ মাসের চাঁদ দেখা গিয়েছে। আগামীকাল ১৫ জুলাই রোববার থেকে পবিত্র জিলক্বদ মাস গণনা শুরু হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১