বাংলাদেশের খবর

আপডেট : ১৪ July ২০১৮

৪০ ভরি সোনাসহ ঝিনাইদহে আটক ১, কার জব্দ

ভারতে পাচারের সময় ৪০ ভরি সোনাসহ একজন আটক সংগৃহীত ছবি


ভারতে পাচারের সময় ৪০ ভরি সোনাসহ একজনকে আটক করেছে ঝিনাইদহ পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে একটি প্রাইভেটকার। গতকাল শুক্রবার দুপুরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পোড়াহাটি এলাকা থেকে এ সোনা  উদ্ধার করা হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ঢাকা থেকে প্রাইভেটকারে সোনা চোরাচালানিরা ভারতে সোনা পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে সদর থানার সাব ইন্সপেক্টর পিন্টু লাল দাস অভিযান চালিয়ে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ শ্রীকান্ত পাল নামের একজনকে আটক করে। পরে প্রাইভেটকারটি তল্লাশি করে ৪০ ভরি সোনা উদ্ধার করা হয়। আটক শ্রীকান্ত পাল মুন্সীগঞ্জ জেলার বাসাইল গ্রামের সুব্রত পালের ছেলে। ঢাকা তাঁতীবাজার থেকে সোনা এনে ভারতে পাচার করা হচ্ছিল বলে জানিয়েছেন ওসি এমদাদুল হক শেখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১