বাংলাদেশের খবর

আপডেট : ১৪ July ২০১৮

দুর্বৃত্তের হামলায় খাগড়াছড়িতে উপজেলা চেয়ারম্যান আহত

খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা সংগৃহীত ছবি


খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনের সড়কে তার ওপর এ হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা মোটরসাইকেল করে শহরের শাপলা চত্বরের দিকে যাওয়ার পথে চার-পাঁচজন যুবক তার গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা ইট দিয়ে তার মাথায় আঘাত করে। তাকে অন্য মোটরসাইকেলে তোলার চেষ্টা করে। স্থানীয় জনতা এগিয়ে এলে দুর্বৃত্তরা তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় জনতা চার দুর্বৃত্তকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশের সহায়তায় তাকে চেয়ারম্যানকে হাসপাতালে ভর্তি করা হয়। খাগড়াছড়িতে প্রাথমিক চিকিৎসা শেষে বেলা দেড়টায় কড়া নিরাপত্তায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খাগড়াছড়ি সদর হাসপাতালে আবাসিক চিকিৎসক ডা. নয়নময় ত্রিপুরা জানান, তার মাথায় আঘাত লেগেছে।

খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদাত হোসেন টিটো বলেন, ঘটনাস্থল থেকে আটক করা চার যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য, গত ৩ মে রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমা নিহতের পর থেকে নিরাপত্তাজনিত কারণে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন চঞ্চুমনি চাকমা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১