বাংলাদেশের খবর

আপডেট : ১৪ July ২০১৮

দুরন্ত টিভিতে ‘খাট্টা মিঠা’

‘খাট্টা মিঠা’- প্রচার হবে ২০ জুলাই থেকে সংরক্ষিত ছবি


খাট্টা-মিঠা দুই বন্ধু। বন্ধু হলেও তারা একজন আরেকজন থেকে একেবারে আলাদা। খাট্টা খুব চালাক ও স্বার্থপর। অন্যদিকে মিঠা খুব মিষ্টি স্বভাবের ও অন্যের উপকার করতে ভালোবাসে। দুরন্ত এ দুই বন্ধুর কাছ থেকে শেখা যায় ভালো কাজের সুবিধা ও খারাপ কাজের অসুবিধা। প্রতিপর্বেই থাকে খাট্টা ও মিঠার নতুন গল্প। ড. রশীদ হারুনের গবেষণায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন মিথুন হাসান ও মোহাম্মদ আলী।

ধারাবাহিকটির সম্প্রচার শুরু হবে বাংলাদেশের প্রথম এবং একমাত্র শিশুতোষ ও পারিবারিক টেলিভিশন চ্যানেল ‘দুরন্ত’তে আগামী ২০ জুলাই থেকে। প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে এই পাপেট ধারাবাহিকটি।

দুরন্ত টেলিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে টেলিভিশনে তিনটি মৌসুমের অনুষ্ঠান সম্প্রচার শেষ হয়েছে, যা দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। কাল ১৫ জুলাই থেকে চতুর্থ মৌসুমের অনুষ্ঠান সম্প্রচার শুরু করতে যাচ্ছে টেলিভিশনটি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১