বাংলাদেশের খবর

আপডেট : ১৪ July ২০১৮

খুঁজে ফিরি আপনায়

‘খুঁজে ফিরি আপনায়’-নাটকের একটি দৃশ্য সংরক্ষিত ছবি


অজিদ ও আদিবার বিয়ে হয়েছিল এক বছর আগে। বিয়ের পরপর তারা হানিমুন করতে নেপালে বেড়াতে আসে। দুজনে ঘুরতে গিয়ে পাহাড় থেকে পড়ে মৃত্যু ঘটে অজিদের। ঠিক এক বছর পর ওই একই দিনে অজিদকে  স্মরণ করতে আদিবা তার ভাই-ভাবিকে সঙ্গে নিয়ে আবারো নেপালে আসে। আদিবা সেই পাহাড়ে যায় যেখানে তার স্বামীর মৃত্যু হয়েছিল। সেখানে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে। আদিবা নেপালের সবখানে এখনো অজিদকে খুঁজতে থাকে যদি তার দেখা পায়। আদিবার ধারণা অজিদ মরেনি, এখনো বেঁচে আছে। খুঁজতে খুঁজতে ঠিকই একদিন পেয়ে যায় অজিদকে। তবে একা না সঙ্গে তার বিয়ে করা নতুন স্ত্রী নেপালের মেয়ে সাবিনা খানালকেও। দুজন মুখোমুখি দাঁড়ায়। কিন্তু অজিদ আদিবাকে চিনতে পারে না, আর সে বলে আমি অজিদ নই আমি লুই। আদিবা কী করবে ভেবে উঠতে পারে না। আবারো পিছু নেয় অজিদের, এভাবেই এগিয়ে চলে ‘খুঁজে ফিরি আপনায়’ নাটকের গল্প।

আহসান আলমগীরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। নেপালে চিত্রায়িত এ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জোভান, তানজিন তিশা, তানভীর, প্রসূন আজাদ, আসিফ নজরুল, সাবিনা খানাল প্রমুখ। বাঁধন ড্রিম ভিশনের ব্যানারে নির্মিত নাটকটি প্রযোজনা করেছেন মোহাম্মদ বোরহান খান। আজ রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে নাটকটি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১