বাংলাদেশের খবর

আপডেট : ১৩ July ২০১৮

ফুটেজ দেখে ভিসির বাসভবনে হামলাকারীদের গ্রেফতার করা হচ্ছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সংরক্ষিত ছবি


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসির বাসভবনে হামলায় জড়িতদের গ্রেফতার করা হচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগসহ ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেফতার করা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে শেরে বাংলানগর আদর্শ মহিলা ডিগ্রি কলেজে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এ পর্যন্ত যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ ছাড়া ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেফতার করা হচ্ছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ছাত্রদের কাছে প্রিয় ব্যক্তি তাদের শিক্ষক। ঢাবি ভিসির বাসভবনে কীভাবে হামলা করল তারা? সাংবাদিকদের ক্যামেরায় তা ধারণ করা হয়েছে। আমাদের সিসিটিভিতেও সেগুলোর ফুটেজ পাওয়া গেছে। যারা ভিসির বাড়ি ভাঙচুর করেছে, যারা ভিসির গাড়িতে অগ্নিসংযোগ করেছে তাদের ছবি শনাক্ত করে শুধু তাদেরই আটক করা হচ্ছে। যারা ভাঙচুর, হামলা, অগ্নিসংযোগের কাজে নিয়োজিত ছিল, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি।

রোহিঙ্গা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের পাঠানোর ব্যাপারে আমরা কথা বলছি। আমি মিয়ানমারে গিয়েছিলাম, তাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দেশে এসেছিলেন। আমরা রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নিতে তাদের সঙ্গে কথা বলেছি। আশা করি যেকোনো সময় তারা রোহিঙ্গাদের ফেরত নেবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১