আপডেট : ১৩ July ২০১৮
বগুড়া শহরের ভাটকান্দি ব্রিজ এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ পুতু সরকার নামের এক ব্যক্তি নিহত হয়েছে। পুতু সরকার বগুড়ার তুফান সরকার ও মতিন সরকারের ভাই। বগুড়ায় এক কিশোরীকে ধর্ষণ এবং পরে সেই কিশোরী ও তার মায়ের মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় আলোচনায় এসেছিলেন তারা। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে দুই দল মাদক ব্যবসায়ীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত ৩টার দিকে ভাটকান্দি ব্রিজ এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষে চলছে- এমন সংবাদের ভিত্তিতে বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক তারিকুলসহ বগুড়া সদর থানার পুলিশ সদস্যরা অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পাওয়ায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। তিনি বলেন, ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী পুতু সরকারকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, আটটি গুলি ও ৫০০ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। নিহত পুতু সরকার বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার বাসিন্দা । তার নামে বগুড়া সদর ও জেলার শিবগঞ্জ থানায় মাদকের পাঁচটি মামলা রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১