আপডেট : ১৩ July ২০১৮
এবার ‘বিহাইন্ড দ্য স্টোরি’ নামের একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। অনুষ্ঠানটির এবারের পর্বের বিষয় নির্ধারণ করা হয়েছে ‘গ্রামার ভার্সেস গ্লামার’। শোবিজে রূপের কদর বেশি নাকি গুণীর কদর- এ বিষয়ে নানা আলোচনা করেছেন আঁখি আলমগীর। এ প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘অনুষ্ঠানটির ২৫তম পর্বে অতিথি হিসেবে চিত্রায়ণে অংশ নিয়েছি। নির্দিষ্ট একটি বিষয়ে উপস্থাপকের সঙ্গে তর্ক-বিতর্ক করেছি। এ অনুষ্ঠানটি আমার কাছে সম্পূর্ণ আলাদা মনে হয়েছে। অনুষ্ঠানের প্রযোজক ও পুরো টিমকে অভিনন্দন।’ ‘বিহাইন্ড দ্য স্টোরি’ অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন সৈকত সালাহউদ্দিন। এনামূল হকের প্রযোজনায় আজ রাত ৯টা ৩০ মিনিটে একুশে টিভিতে প্রচার হবে অনুষ্ঠানটি। প্রযোজক বলেন, ‘আমার প্রথম শো দর্শকপ্রিয়তায় ২৫তম পর্ব পাড়ি দেওয়ায় আমি একুশে টিভির কাছে কৃতজ্ঞ। একই সঙ্গে অনুষ্ঠানের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানাই। আশা করি আজকের পর্বটি দর্শকপ্রিয়তা পাবে।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১