আপডেট : ১৩ July ২০১৮
বর্তমান সময়ের ছোটপর্দার পরিচিত মুখ ফারহান আহমেদ জোভান। শোবিজের তরুণ তারকাদের মধ্যে তিনি অন্যদের চেয়ে অনেকটা এগিয়ে আছেন নিজের অভিনয় প্রতিভার গুণে। জোভান নিজের ক্যারিয়ারের ব্যাপারেও অনেক সচেতনতা অবলম্বন করছেন। সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন রুহুল আমিন ভূঁইয়া নাটকের শুরুর দিকে আপনার চ্যালেঞ্জ কী ছিল? প্রথম দিকে অভিনয় করাটাই চ্যালেঞ্জ ছিল। তখন অভিনয় জানতাম না। আমার কোনো আভিধানিক শিক্ষা নেই অভিনয়ের জন্য। তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল অভিনয় করা। দেখে শেখা খুব কঠিন একটা জিনিস। ব্যস্ততার মাঝে চরিত্রের জন্য আলাদা প্রস্তুটির সুযোগ কতটুকু থাকে? এটা খুব পাওয়া যায় না ঈদের সময়। কারণ নাটকের প্রেসার শুরু হয় এক দেড় মাস আগে। তখন কম সময় থাকে। এখন কাজ খুব কম করি। বেছে বেছে ভালো গল্পের কাজ করছি। কম কাজ করার কারণে আরাম করে প্রস্তুতি নিতে পারছি। নিজের কাজ নিয়ে কতটুকু সন্তুষ্ট? নিজের কাজ নিয়ে অনেকেই বলে সন্তুষ্ট না। আমার জায়গায় দাঁড়িয়ে আমি অনেক কিছু না পেয়েও নিজের সবটুকু দিয়ে চেষ্টা করি, অভিনয়ে সেরাটা দিতে চেষ্টা করি। পুরোপুরি সন্তুষ্ট না, তারপরও আমার কাজ নিয়ে আমি সন্তুষ্ট। কারণ আমি অনেক কিছু চেষ্টা করি করার। জানি না তবে জানার চেষ্টা করি। আমাকে আরো ভালো কাজ করতে হবে। নিজেকে ছাড়িয়ে যেতে হবে। দর্শক হিসেবে বর্তমান নাটকগুলোর কীভাবে মূল্যায়ন করবেন? দর্শক হিসেবে যদি দেখি তাহলে বলব বর্তমানে অনেক ভালো নাটক হচ্ছে। এখন গল্প খুব সুন্দর হচ্ছে। গল্পের ওপর মানুষ প্রাধান্য দিচ্ছে। একটা সময় ছিল আমরা গল্প তেমন ভালো পাচ্ছিলাম না। কিন্তু এখন খুব ভালো গল্প পাচ্ছি। আমি নিজেও খুব ভালো গল্প পাচ্ছি। তাই আমি মনে করি সামনে আরো ভালো দিন আসছে আমাদের জন্য। যেমন সিনেমায় আসতেছে তেমনি নাটকেও আসতেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১