বাংলাদেশের খবর

আপডেট : ১২ July ২০১৮

বাসের চাকায় ইয়াবা পাচার

হানিফ পরিবহনের বাসের চাকার করে ইয়াবা পাচারের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে। সংগৃহীত ছবি


বাসের চাকার সঙ্গে চুম্বক লাগিয়ে ইয়াবা পাচারকালে হানিফ পরিবহনের একটি আন্তঃজেলা বাস আটক করেছে পুলিশ। ওই বাস থেকে উদ্ধার করা হয়েছে পাঁচ হাজার পিস ইয়াবা। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে। গতকাল বুধবার ভোরে গাড়িটি আটক করা হয়।

সিএমপি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার ভোর ৪টার দিকে কর্ণফুলী থানাধীন মইজ্জার টেক এলাকায় টেকনাফ থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি আন্তঃজেলা বাসে তল্লাশি চালায় নগর গোয়েন্দা পুলিশের একটি টিম। এ সময় গাড়িটির চাকার সঙ্গে অভিনব কায়দায় চুম্বকের সঙ্গে লাগানো অবস্থায় পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ এ ঘটনায় বাসের চালক জাহিদ গাজী (৪৫), সুপারভাইজার আবুল বাশার (৪০) ও সহকারী মো. সিহাবকে (২০) গ্রেফতার করে।

নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (বন্দর জোন) আসিফ মহিউদ্দীন বলেন, বাসের নিচে পাঁচটি প্যাকেটে করে শক্তিশালী চুম্বকের সাহায্যে আটকানো ছিল ইয়াবাগুলো। এটাকে ইয়াবা পাচারকারীদের নতুন কৌশল উল্লেখ করে তিনি বলেন, তাদের অন্য কৌশলগুলো ধরা পড়ে যাওয়ায় এখন তারা নিত্যনতুন কৌশল অবলম্বন করছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১