আপডেট : ১২ July ২০১৮
আনিসুর রহমান মিলন। সুপরিচিত বাংলাদেশি অভিনেতা। মঞ্চে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবন শুরু করে নিজের অবস্থান পাকা করে নিয়েছেন শোবিজে। ছোট ও বড়পর্দায় নিয়মিত কাজ করে যাচ্ছেন এ অভিনেতা। বর্তমান ব্যস্ততা ও বিভিন্ন বিষয়ে আনন্দ বিনোদনের সঙ্গে কথা বলেছেন তিনি। ‘রাত্রির যাত্রী’ ছবিটি নিয়ে- ছবিতে আমার বিপরীতে রয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত এ ছবিটি সম্প্রতি বিনা কর্তনে সেন্সর সার্টিফিকেট পেয়েছে। ছবিতে মৌসুমীর বয়ফ্রেন্ড হিসেবে দেখা যাবে আমাকে। গল্পে দেখা যাবে, একটি মেয়ের রাতের যাত্রা। মেয়েটি মফস্বল থেকে ঢাকা শহরে আসার উদ্দেশ্যে যাত্রা করে। এই যাত্রা পথে তার একটি রাত পার হয়। ওই রাতটিতে সকাল পর্যন্ত যা ঘটে তা নিয়েই গল্প। কেন একটি রাত পার হয়েছে সেটি দর্শক হলে গিয়ে পুরো ছবি দেখলেই বুঝতে পারবেন। ‘চল যাই’ প্রসঙ্গে- বঙ্গবন্ধুর একটি উক্তিকে উপজীব্য করে নির্মিত হয়েছে ছবিটি। কয়েকজন তরুণ-তরুণীর দিশা খুঁজে পাওয়ার গল্প ‘চল যাই’। এ গল্পে উঠে এসেছে মুক্তিযুদ্ধ। যে যুদ্ধের বাতিঘর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছবিতে আমার চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস, এই চরিত্রটি দর্শকদের ভাবাবে। আগামী ১০ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। ছোটপর্দার কাজ- নিয়মিত করে যাচ্ছি। আজকেও (গতকাল) ছোটপর্দার একটি ধারাবাহিকের চিত্রায়ণ করেছি। এটি পরিচালনা করেছেন আল হাজেন। এটিএন বাংলায় প্রচার হচ্ছে ধারাবাহিকটি। ‘সুখের ভিতরে অসুখ’। টেলিভিশন জগতের কিছু গল্প নিয়েই এ ধারাবাহিকটি নির্মিত। একটি ছেলে মিডিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে স্ট্রাগল করে, সেই জায়গা থেকেই গল্প শুরু হয়েছে। ঈদের কাজ- ঈদের ব্যস্ততা আমার এখনো শুরু হয়নি। আমি তো দেশের বাইরে ছিলাম। পরশু রাতে দেশে ফিরেছি। ঈদের বেশ কয়েকটি কাজের ব্যাপারে কথা দেওয়া ছিল। দুই-চার দিন পর সেগুলোর চিত্রায়ণে অংশ নেব। নাটক নাকি চলচ্চিত্র- আমি যখন টানা ছবিতে অভিনয় করেছি তখনো কিন্তু নাটক ছাড়িনি। তখনো নাটক করতাম, এখনো তাই। নাটক বা ধারাবাহিক নিয়মিত করে যাচ্ছি। পাশাপাশি ভালো গল্পের ছবির প্রস্তাব এলেই সেটির ব্যাপারে চিন্তাভাবনা করছি। সামনে সুমন রেজার ‘ঝুম’ ও অনিরুদ্ধ রাসেলের ‘জামদানি’ নামের দুটি ছবিতে অভিনয় করব। খুব শিগগিরই এ ছবি দুটির কাজ শুরু হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১