বাংলাদেশের খবর

আপডেট : ১২ July ২০১৮

‘অপেক্ষার শেষ সময়’

‘অপেক্ষার শেষ সময়’-নাটকের একটি দৃশ্য সংরক্ষিত ছবি


জেলাশহরের পার্শ্ববর্তী এলাকায় শহরের মতো উন্নত একটি গ্রাম। গ্রামে মিয়াজি বাড়ি বেশ নামকরা। মিয়াজি বাড়ির আবদুল বাছেদ মিয়াজি ইউনিয়ন পরিষদ মেম্বার থাকাকালীন একজন প্রতিবেশীকে নিয়ে একদিন রাতে বাড়ি ফিরছেন। চলার পথেই হঠাৎ শিশুর কান্নার আওয়াজ পান। কাছে গিয়ে দেখেন এক বছর বয়সী একটি মেয়েশিশু কাঁদছে। শিশুটিকে কোলে নিয়ে নিজের চোখের পানি ধরে রাখতে পারেননি। শিশুটিকে বুকে জড়িয়ে নিয়ে যান নিজের বাড়িতে। আজ সেই শিশুটিই হাওয়াইন গিটারে স্বর্ণপদক নিয়ে ভোলায় আসছেন।

সন্ধ্যায় লঞ্চে এসে কেবিনে ব্যাগ রেখে বাইরে দাঁড়ান সাজিদ। কিছুক্ষণ পর চোখে পড়ে এক অষ্টাদশী কন্যা আপন মনে দাঁড়িয়ে আছেন। নাম তুলি। রাতে ক্যান্টিনে আবারো দেখা হয় তাদের। তুলির ফোনের কথোপকথনে সাজিদ জানতে পারেন তুলি হাওয়াইন গিটারে স্বর্ণপদক পেয়েছেন। লঞ্চ থেকে নেমে জোনাল অফিসে প্রবেশ করলেন সাজিদ। কাজে মন বসছে না। চোখের সামনে কেবল তুলির মুখ ভাসে। ভালোবেসে ফেলেছেন মেয়েটাকে। মা সারাদিন বিয়ে বিয়ে করেন। এবার মায়ের ইচ্ছা পূরণ হবে। একদিন সুযোগ করে কথা বলার চেষ্টা করেন সাজিদ। স্থানীয় মাস্তান টাইপের এক ছেলে পছন্দ করত তুলিকে। সেই ছেলে কর্তৃক লাঞ্ছিত হন সাজিদ। তাতে তুলির মনে দাগ কাটে।

এরপর ঘটতে থাকে নাটকীয় সব ঘটনা। এগিয়ে যেতে থাকে ‘অপেক্ষার শেষ সময়’ নাটকের গল্প। আজ রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে ফান অ্যান্ড এন্টারটেইনমেন্ট টাইমের একক নাটক ‘অপেক্ষার শেষ সময়’। ইফতেখারুল ইসলাম জনের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সজল, প্রসূন আজাদ, বাঁধন তালুকদার, মম শিউলি, ইভান তালুকদার, সাঈদ লিটন প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১