বাংলাদেশের খবর

আপডেট : ১১ July ২০১৮

সিটি ব্যাংকের ৭০০ কোটি টাকার বন্ড অনুমোদন

সিটি ব্যাংকের লোগো ছবি সংগৃহীত


পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক লিমিটেডের ৭০০ কোটি টাকার নন-কনভার্টেবল বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল মঙ্গলবার বিএসইসির কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বন্ডের মেয়াদ হবে সাত বছর। এর বৈশিষ্ট্য হলো নন-কনভার্টেবল, আনলিস্টেড ও রিডিমঅ্যাবল সাব-অর্ডিনেটেড বন্ড। বন্ডটি সাত বছরে ফুল রিডেম্পশন হবে, যা শুধুমাত্র প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এবং উচ্চ সম্পদশালী ব্যক্তিরাই প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কিনতে পারবেন।

সিটি ব্যাংক লিমিটেড এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে টায়ার টু শর্ত পূরণ করবে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য এক কোটি টাকা। এই বন্ডের ট্রাস্টি, ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে যথাক্রমে দায়িত্ব পালন করছে ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড ও সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটে


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১