আপডেট : ১১ July ২০১৮
চার জেলায় পুলিশ ও র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ আলাদা ঘটনায় চারজন নিহত হয়েছে। এর মধ্যে রাজধানীর মিরপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন শীর্ষ মাদক ব্যবসায়ী পাইলট বাবু। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিহত হয়েছেন রাজধানীর মোহাম্মদপুর এলাকার মাদক ব্যবসায়ী নাদিম ওরফে পঁচিশ নাদিম। রংপুরের হাজিরহাটে নিহত হয়েছে ডাকাত সর্দার বেলাল হোসেন। সুন্দরবনের আমবাড়িয়ায় নিহত হয়েছে অজ্ঞাত এক বনদস্যু। সোমবার মধ্যরাত ও গতকাল মঙ্গলবার ভোরে এসব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। আমাদের প্রতিবেদক, ব্যুরো ও প্রতিনিধির পাঠানো খবর- মিরপুর : মঙ্গলবার ভোরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পাইলট বাবু নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত বাবু রাজধানীর শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছে র্যাব। র্যাব-৪ এর অধিনায়ক ও পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী মনজুরুল কবির সাংবাদিকদের বলেন, শাহআলী থানা এলাকার বেড়িবাঁধ পুলিশ চেকপোস্টের কাছেই র্যাব-৪ এর সদস্যরা অবস্থান করছিলেন। ভোর সাড়ে ৪টার দিকে একটি মোটরসাইকেলকে চেকপোস্টের দিকে আসতে দেখে র্যাব সদস্যরা থামার সংকেত দেয়। মোটরসাইকেলটি হঠাৎ থামিয়ে এর আরোহীরা র্যাব সদস্যদের দিকে ককটেল নিক্ষেপ করতে থাকে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরা পাল্টা গুলি চালায়। দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে বাম দিকে বিনোদন কেন্দ্র তামান্না পার্কের পাশের সরু রাস্তা দিয়ে পালাতে থাকে। এ সময় একটু দূরে গিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে পড়ে যায়। সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় বাবুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সোয়া ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। র্যাব-৪ অধিনায়ক আরো বলেন, ঘটনাস্থল থেকে ইয়ামাহা আরএক্সআর মডেলের একটি মোটরসাইকেল, ৬ হাজার পিস ইয়াবা, দুটি বোমার খণ্ডিত অংশ ও একটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। নিহত বাবুর বিরুদ্ধে শাহআলী, মিরপুর, দারুস সালামসহ বিভিন্ন থানায় মাদক ও হত্যাসহ ১৫টি মামলা রয়েছে। রূপগঞ্জ : সোমবার মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী নাদিম ওরফে পঁচিশ নাদিম (৩৫) র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের বাঙ্গালবাড়ি এলাকার একটি ঝোপ থেকে নাদিমের লাশ উদ্ধার করে রূপগঞ্জ থানা পুলিশ। রূপগঞ্জ থানার এসআই আমিনুর রহমান জানান, সোমবার মধ্যরাতে বাঙ্গালবাড়ি এলাকার নির্জন স্থানে নাদিমসহ তার সহযোগীদের ইয়াবার চালান ভাগবাটোয়ারার সংবাদ পায় র্যাব সদস্যরা। পরে তারা সেখানে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে রূপগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত শীর্ষ মাদক ব্যবসায়ী নাদিম ওরফে পঁচিশ নাদিমের লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে ৪ হাজার ইয়াবা, একটি শুটারগান, একটি পিস্তল, ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নাদিম শীর্ষ মাদক ব্যবসায়ীদের তালিকায় দুই নম্বরে ছিল বলে জানা গেছে। সে রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকায় বসবাস করত। রূপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। রংপুর : জেলার হাজিরহাট এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার বেলাল হোসেন নিহত হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা ও ছিনতাইসহ ১৮টি মামলা রয়েছে। বেলাল হোসেন নগরীর উত্তম বেতার পাড়া মহল্লার মৃত ইসহাক ওরফে আতার আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে হাজিরহাটের পাগলাপীরগামী সড়কের পাশে ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত সমবেত হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ডাকাতরা গুলিবর্ষণ করতে থাকে। পুলিশও পাল্টা গুলি করে। এ সময় ডাকাত সর্দার বেলাল হোসেন নিহত হয়। শরণখোলা : সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের আমবাড়িয়া এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক বনদস্যু (২৬) নিহত হয়েছে। এ সময় র্যাব ঘটনাস্থল থেকে দেশে তৈরি একনলা ১টি বন্দুক, ২টি ওয়ান শুটারগান, ২টি রামদা ও ৩১ রাউন্ড বন্দুকের তাজা গুলি উদ্ধার করে। গতকাল মঙ্গলবার সকালে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। র্যাব-৮-এর ডিএডি মো. নুরুদ্দিন জানান, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আমবাড়িয়া এলাকায় একটি বনদস্যু বাহিনীর অবস্থান জানতে পেরে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় দু’পক্ষের মধ্যে আধাঘণ্টা গোলাগুলির পর দস্যুরা গভীর বনে পালিয়ে যায়। পরে এক বনদস্যুর মৃতদেহ উদ্ধার করেন তারা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১