বাংলাদেশের খবর

আপডেট : ১১ July ২০১৮

নেশার টাকার জন্য দুই মাসের সন্তানকে আছড়ে মারল বাবা

দুই মাসের নবজাতককে ক্লিনিকের মেঝেতেই আছড়ে মারল পাষণ্ড বাবা সংগৃহীত ছবি


জেলার লাখাইয়ে নেশার টাকার জন্য দুই মাস বয়সী শিশুসন্তানকে আছড়ে মেরেছে এক পাষণ্ড বাবা। পিটিয়ে আহত করেছে স্ত্রী ও ৯ বছর বয়সী স্কুলপড়ুয়া অন্য মেয়েকে। আর বাবার এমন হিংস্র আচরণ দেখে পালিয়ে রক্ষা পেয়েছে দুই ছেলে। গুরুতর আহত অবস্থায় মা ও মেয়েকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঘাতক বাবাকে পুলিশ আটক করেছে। গতকাল মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটেছে ওই উপজেলার মানপুর গ্রামে।

হাসপাতালে চিকিৎসাধীন ফুল জাহান জানান, তার স্বামী সাইদুল ইসলাম দীর্ঘদিন ধরেই নেশায় আসক্ত। গতকাল বিকালে তার কাছে নেশার টাকা চান। দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় ঘুমে থাকা দুই মাস বয়সী সন্তান ইকরা মনিকে তুলে আছাড় দেয়। এতে সে গুরুতর আহত হয়। এ ছাড়া তাকে ও অপর মেয়ে মারিয়া আক্তারকে (৯) পিটিয়ে আহত করে। তার এমন হিংস্র আচরণ দেখে ঘর থেকে পালিয়ে রক্ষা পায় অন্য দুই ছেলে জনি (৮) ও রনি (১২)। এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে এনে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইকরা মনি মারা যায়।

লাখাই থানার ওসি মো. বজলার রহমান জানান, পুলিশ গিয়ে ঘাতক বাবা সাইদুল ইসলামকে আটক করেছে। তবে এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১