বাংলাদেশের খবর

আপডেট : ১০ July ২০১৮

মধ্যপ্রাচ্যে দুই হাজার কোটি ডলার দেবে চীন

বেইজিংয়ে চীনা আরব ফোরামে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং আরব লীগের সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন ছবি: রয়টার্স


মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ২ হাজার কোটি ডলার ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। একই সঙ্গে ওই অঞ্চলের দেশগুলোর জন্য ১০ কোটি ৬০ লাখ ডলার আর্থিক সহযোগিতা দেওয়ার কথা জানানো হয়। মধ্যপ্রাচ্যের অর্থনীতিকে পুনরুজ্জীবনের জন্য চীনের ‘ওয়েল অ্যান্ড গ্যাস প্লাস’ প্রকল্পের আওতায় এই ঋণ ও সহযোগিতা দেওয়া হবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গতকাল মঙ্গলবার বেইজিংয়ে ২১টি আরব রাষ্ট্রের প্রতিনিধিদের সম্মেলনে এই ঘোষণা দেন। 

গালফ নিউজের খবরে বলা হয়, চীন গত কয়েক বছরে মধ্যপ্রাচ্যে সক্রিয়তা বাড়িয়েছে। দেশটির গুরুত্বপূর্ণ বেল্ট অ্যান্ড রোড পররাষ্ট্রনীতিতে বড় ধরনের ভূমিকা রয়েছে আরব দেশগুলোর। এর আওতায় চীন কেন্দ্রীয় ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে বাণিজ্যিক রুট নির্মাণ করবে। শি বলেন, মধ্যপ্রাচ্যের অনেক নিরাপত্তা সমস্যা সমাধানের চাবিকাঠি হলো উন্নয়ন। পার্থক্যকে ভয় পাওয়া বা সমস্যাকে এড়িয়ে যাওয়া নয়, আমাদের একে অন্যের প্রতি আচরণ হওয়া উচিত খোলামেলা। পররাষ্ট্রনীতি ও উন্নয়ন কৌশল নিয়ে আলোচনা আরো বাড়াতে হবে। 

এ সময় ফিলিস্তিনের অর্থনৈতিক উন্নয়নের জন্য দেড় কোটি ডলার সহযোগিতার প্রস্তাব দেন শি। একই সঙ্গে জর্ডান, লেবানন, সিরিয়া ও ইয়েমেনে ৯০ কোটি ১০ লাখ ডলার সহযোগিতা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। চীন ও আরব দেশগুলোর ব্যাংকগুলোর একটি সংঘকে ৩০০ কোটি ডলার দেওয়া হবে। তবে এ সংঘের সঙ্গে আর্থিক সহযোগিতা ও ঋণের মধ্যকার সম্পর্ক কী হবে তা স্পষ্ট নয়।

যদিও শি জানিয়েছেন, ঋণের অর্থ দিয়ে অর্থনৈতিক পুনর্গঠন ও শিল্পের পুনর্জাগরণে পরিকল্পনা হবে- যাতে তেল, গ্যাস, পারমাণবিক ও পরিবেশবান্ধব জ্বালানির সহযোগিতার বিষয় অন্তর্ভুক্ত থাকবে। ইসরাইল-ফিলিস্তিন সংঘাতে আন্তর্জাতিক অবস্থান মেনে চলার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানান। একই সঙ্গে আঞ্চলিক সংঘাত এড়াতে বিষয়টি সঠিকভাবে মোকাবিলারও আহ্বান জানানো হয়।

জ্বালানির জন্য মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা থাকলেও সেখানকার সংঘাত ও কূটনীতিতে চীনের ভূমিকা খুব সামান্যই। সম্প্রতি দেশটি ফিলিস্তিন-ইসরাইল বিরোধে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। যদিও তারা জানিয়েছে, উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহযোগিতা ও চুক্তির ক্ষেত্রে তারা ‘হস্তক্ষেপ না করার’ নীতিতে অটল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১