আপডেট : ১০ July ২০১৮
মোগল আমলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বাড়িউড়া এলাকায় বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কের পাশেই নির্মিত হয় ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন হাতিরপুল। সরাইল ও শাহবাজপুর এলাকাকে যুক্ত করার জন্য বাড়িউড়া এলাকার একটি খালের ওপর ইট ও চুন-সুরকি ব্যবহার করে ১৬শ’ শতাব্দীতে প্রাচীন এ পুলটি নির্মাণ করা হয়। স্থাপত্য নিদর্শন বিধায় বর্তমানে এটি প্রত্নতত্ত্ব বিভাগের নিয়ন্ত্রণাধীন রয়েছে। প্রত্নতত্ত্ব বিভাগের পক্ষ থেকে এটি সংস্কারও করা হয়েছে। দেওয়ান শাহবাজ খান ১৬৫০ সালে তার দেওয়ানীকালে পুলটি নির্মাণ করেছেন বলে বিভিন্ন বইয়ে উল্লেখ করা হয়েছে। এই এলাকার বিভিন্ন লোকমুখে কথিত আছে, দেওয়ানীরা ব্যবসায়ের বিভিন্ন সুবিধার জন্য হাতির পিঠে করে বিভিন্ন এলাকায় যাতায়াত করতেন। হাতি চলাচলের সুবিধার জন্য খালের ওপর তারা এই পুলটি নির্মাণ করেন। পাশাপাশি তারা এই পুলটির নিচে বিশ্রাম নিতেন। তাই লোকমুখে এটি হাতিরপুল নামে পরিচিতি লাভ করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১