বাংলাদেশের খবর

আপডেট : ১০ July ২০১৮

সেগুনবাগিচা থেকে প্রাইভেট কার গায়েব

সেগুনবাগিচা থেকে প্রাইভেট কার গায়েব প্রতীকী ছবি


গাড়ি রেখে নামাজ পড়তে গিয়ে ফিরে এসে চালক দেখলেন গাড়িটি আর সেখানে নেই। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন চালক। ঘটনাটি ঘটেছে গত রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানার সেগুনবাগিচা এলাকায়।

ব্যক্তি মালিকানার টয়োটা করোলা লাল রঙের একটি প্রাইভেট কার রাস্তার পাশে রেখে চালক আলী আসগর রোববার সন্ধ্যায় সেগুনবাগিচা মসজিদে নামাজ পড়তে ঢোকেন। ফিরে এসে গাড়ি না পেয়ে তিনি বাদী হয়ে থানায় মামলা করেন। গাড়ির রেজি. নম্বর ঢাকা মেট্রো-গ ১৭-১৩০৫। মামলা নং ২৩, তারিখ ৮ জুলাই ২০১৮ ইং।

এ ব্যাপারে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বাংলাদেশের খবরকে বলেন, গাড়ি চুরি সংক্রান্ত মামলা হয়েছে। গাড়িটি উদ্ধারের লক্ষ্যে আমাদের একটি টিম কাজ করছে। এ ব্যাপারে গাড়ির মালিক আবুল কালাম আজাদ বলেন, আপনারা সবাই মিলে অনুগ্রহপূর্বক চেষ্টা করলে গাড়িটি উদ্ধার হবে বলে আমি মনে করি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১