আপডেট : ১০ July ২০১৮
যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে গতকাল সোমবার হুন্ডির ৯ লাখ টাকাসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তার নাম আবদুর রাজ্জাক (৩৭)। সে হুন্ডি পাচারকারী বলে ধারণা করা হচ্ছে। গতকাল সোমবার দুপুর আড়াইটার সময় মসজিদবাড়ি বিজিবি পোস্ট এলাকা থেকে রাজ্জাককে আটক করা হয়। সে পুটখালী গ্রামের উত্তরপাড়ার মৃত আশানুর রহমানের ছেলে। বিজিবি জানায়, গোপন সূত্রে খবর পেয়ে তারা ওই ব্যক্তিকে আটক করে। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার মুন্সি লাবলুর রহমান জানান, আটক রাজ্জাককে উদ্ধারকৃত টাকা ও মোটরসাইকেলসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১