বাংলাদেশের খবর

আপডেট : ১০ July ২০১৮

সঞ্জয় দত্ত নাকি একটাও টাকা নেননি!

রণবীরের অভিনয়ে বেশ খুশি সঞ্জয় দত্ত ছবি : ইন্টারনেট


রিলিজের নয় দিনের মধ্যেই বক্স অফিসে ডাবল সেঞ্চুরি। টাকার অঙ্কটা এই মুহূর্তে প্রায় ২৩৬ কোটি টাকার কাছাকাছি। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে ব্যবসার নিরিখে আট নম্বর জায়গাটিও ইতিমধ্যে পাকা করে ফেলেছে ‘সঞ্জু’। ট্রিপল সেঞ্চুরি করলে তো আর কথাই নেই। আরো কয়েক ধাপ এগিয়ে আসবে এই ছবি। কিন্তু যাকে ঘিরে এত রমরমা ব্যবসা, তিনি কি আদৌ কিছু টাকা পেয়েছেন? নাকি সব টাকা ছবির কলাকুশলীদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেল?

ছবির পরতে পরতে কলাকুশলীদের কঠিন কসরতের নমুনা পরিস্কার। নজর কেড়েছে রণবীরের অভিনয়। অন্যদের অভিনয়েও প্রশংসার ঝড় উঠেছে। কিন্তু সঞ্জয় দত্তের অবদানও যে কম নয়। তার জীবনের চড়াই-উৎরাইয়ের জন্যই যে ‘সঞ্জু’ সফল তা অস্বীকার করার কোনো উপায় নেই। সেদিক থেকে দেখতে হলে সঞ্জয় দত্তের একটা মোটা টাকাই পাওয়া উচিত।

এ নিয়ে বলিউডে অজস্র রটনার কথা কানে আসছে। কেউ বলছেন, সঞ্জয় দত্ত নাকি একটাও টাকা নেননি। আবার এও শোনা যাচ্ছে যে ভাল টাকাই নিয়েছেন সঞ্জয় দত্ত।

তবে ছবির প্রযোজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, টাকার অঙ্কে বিরাট সমঝোতা করেছেন সঞ্জয় দত্ত। শেষ পর্যন্ত ১০ কোটি টাকায় নিজের জীবন নিয়ে ছবি তৈরির অনুমতি দেন সঞ্জু বাবা। সঙ্গে লাভের একটা অংশও দাবি করেন অভিনেতা। আর তারপরই নাকি রাজু হিরানি এবং বিধু বিনোদ চোপড়া ‘সঞ্জু’ নিয়ে এগিয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১