আপডেট : ১০ July ২০১৮
কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতারকৃদের মুক্তির দাবীতে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে করা মানববন্ধন পুলিশের বাঁধায় পণ্ড মঙ্গলবার সকাল সোয়া দশটার দিকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষন পরিষদের ব্যানারে মানববন্ধন করতে গেলে পুলিশের বাঁধায় তা পণ্ড হয়ে যায়। এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে বাক-বিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। শিক্ষার্থীরা মানববন্ধন করতে গেলে পুলিশ শিক্ষার্থীদের সঙ্গে বাক-বিত-ায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এসময় পুলিশ ৪ শিক্ষার্থীকে পিকআপ ভ্যানে তুলে অন্যত্র নিয়ে গেলে মানববন্ধন প- হয়ে যায়। সদর থানার ওসি আলমগীর হোসাইন জানান, পুলিশের পিকআপ ভ্যানে করে ৪ শিক্ষার্থীকে সরকারি হরগঙ্গা কলেজে নিয়ে যায়। পরে কলেজের অধ্যক্ষ তাদের শিক্ষার্থীদের পরিচয় নিশ্চিত করলে ছেড়ে দেওয়া হয়
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১