বাংলাদেশের খবর

আপডেট : ০৯ July ২০১৮

চট্টগ্রাম ওয়াসার পানি পরীক্ষায় কমিটি গঠনের নির্দেশ

চট্টগ্রাম ওয়াসা সংগৃহীত ছবি


চট্টগ্রাম ওয়াসার পানিতে জন্ডিসবাহিত রোগের হেপাটাইটিস ভাইরাস রয়েছে কি না তা পরীক্ষার জন্য কমিটি গঠন করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সম্প্রতি জন্ডিসে আক্রান্ত ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

গতকাল রোববার একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল সমন্বয়ে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মহিউদ্দিন মো. হানিফ (ফরহাদ)। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।

চট্টগ্রামের একাধিক পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, হালিশহর, আগ্রাবাদ, সিডিএ আবাসিক এলাকায় জন্ডিস রোগের আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। দৈনিক আজাদী, পূর্বকোণ ও ইংরেজি দৈনিক ডেইলি স্টারে এসব প্রতিবেদন প্রকাশিত হলে ব্যারিস্টার মহিউদ্দিন মো. হানিফ রিট আবেদনটি দায়ের করেন।

গত ৩০ জুন দৈনিক আজাদীতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, হালিশহরে পানিবাহিত রোগ জন্ডিসের প্রাদুর্ভাবে চরম উৎকণ্ঠায় আছেন সেখানকার বাসিন্দারা। আড়াই মাস আগে থেকে এই সমস্যার সৃষ্টি হলেও সঙ্কট উত্তরণে স্বাস্থ্য বিভাগ ও চট্টগ্রাম ওয়াসা সমন্বিতভাবে কোনো উদ্যোগ গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন আগ্রাবাদ ও হালিশহর এলাকার বাসিন্দারা। এর মধ্যে নতুন খবর এসেছে, আগ্রাবাদ এলাকার একটি রোগ নির্ণয় কেন্দ্রে গত দুই মাসে আরো ২২৮ জন্ডিস রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে হালিশহরে এখন পর্যন্ত জন্ডিসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২৪ জনে।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১