আপডেট : ০৯ July ২০১৮
ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে নবাগত নায়িকা এমিয়া এমি অভিনীত ছবি ‘ডনগিরি’। যোসেফ শতাব্দীর কাহিনী ও চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন শাহ আলম মণ্ডল। ছবিটির প্রযোজনা করেছে এসএস কথাচিত্র ইন্টারন্যাশনাল। ছবিতে এমির বিপরীতে রয়েছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও আনিসুর রহমান মিলন। ছবিটি মুক্তি উপলক্ষে গতকাল রাজধানীর একটি মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নিজের অভিনীত ছবি মুক্তি প্রসঙ্গে এমি বলেন, ‘নায়িকা চরিত্রে এটাই আমার প্রথম ছবি। আমি ছবিটি নিয়ে আশাবাদী। আমি চেষ্টা করেছি ভালো অভিনয় করার। আশা করছি ছবিটি দর্শকের ভালো লাগবে। ভবিষ্যতে দর্শকদের আরো ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা করব।’ এক প্রশ্নের জবাবে ছবির পরিচালক শাহ আলম মণ্ডল বলেন, ‘বর্তমানে ফিল্ম মার্কেট নিয়ে কিছু বলা যায় না। তেমনি কোনো ছবি নিয়েও আগে থেকে কিছু বলা যায় না। অনেক সময় দেখা যায় ভালো ছবিও ব্যবসা সফল হয় না। দর্শকদের ভালো একটি ছবি উপহার দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ছবিটি দর্শকপ্রিয়তা পাবে।’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, আলীরাজ, সাদেক বাচ্চু, অরুণা বিশ্বাস, কাজী হায়াৎ, অমিত হাসান, জিয়া তালুকদার, রতন, এসআই ফারুক, কমল পাটেকর, রাজাউলসহ অনেকে। ছবির নৃত্য পরিচালনা করেছেন মাসুম বাবুল, সাইফ খান কালু ও হাবিব। ইমন সাহার সঙ্গীতে এ ছবির গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ, কনক চাঁপা, রুপম, লেমিস, পুলক, ইমরান, পড়শী ও হাসান ইমাম।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১