বাংলাদেশের খবর

আপডেট : ০৮ July ২০১৮

ক্যাব চালকের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এলফিনার

অভিনেত্রী এলফিনা মুখোপাধ্যায় ছবি : ইন্টারনেট


অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে হয়রানির অভিযোগ আনলেন টালিগঞ্জের অভিনেত্রী এলফিনা মুখোপাধ্যায়। তাকে উদ্দেশ্য করে চালক আপত্তিজনক মন্তব্য করেন বলে বারাসত থানায় ওই চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন ছোটপর্দার এই অভিনেত্রী।

ঘটনার সূত্রপাত শনিবার। দমদমের বাসিন্দা এলফিনা শুক্রবার রাতে হৃদয়পুরে তার ভাই দেবাশিস পোদ্দারের বাড়ি গিয়েছিলেন। শনিবার সকালে শ্বশুরবাড়ির এক আত্মীয়ের অসুস্থতার খবর পান তিনি। তাড়াতাড়ি দমদমে ফেরার জন্য অ্যাপ ক্যাব বুক করেন। ক্যাবে এলফিনা ও তার স্বামীর সঙ্গে উঠেছিলেন দেবাশিসও।

পুলিশ জানায়, দেবাশিস বারাসতের ডাকবাংলো মোড়ে তাকে নামিয়ে তারপর দমদম যাওয়ার কথা ক্যাব চালককে বলেন। কিন্তু চালক হৃদয়পুর থেকে দমদম বুকিং নিয়েছিলেন। সে কারণে নাকি উল্টো পথে যেতে রাজি হননি। এ নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এলফিনার অভিযোগ, সে সময়ই নাকি চালক তাকে উদ্দেশ্য করে আপত্তিজনক মন্তব্য করেন।

এরপরই বুকিং বাতিল করে গাড়ি থেকে নেমে পড়েন এলফিনা। বারাসত থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করতে গেলে কর্তব্যরত পুলিশ অফিসার তাকে জেনারেল ডায়েরি করার কথা বলেন। কিন্তু তাতে রাজি হননি অভিনেত্রী। পরে এফআইআর দায়ের করেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১