আপডেট : ০৮ July ২০১৮
ছোট পোশাক আর চড়া মেকআপে যে নারীকে আপনি দেখছেন তিনি সদ্য পা রেখেছেন ফিল্মি দুনিয়ায়। তবে দেখে মোটেই নতুন মনে হচ্ছে না। বরং পেশাদার মডেল বা অভিনেত্রীদের সঙ্গে খুব একটা তফাত চোখে পড়ছে না।
ইনি মাস কয়েক আগে ক্রিকেটার স্বামীর ‘বিবাহ বহির্ভূত সম্পর্ক’কে প্রকাশ্যে এনে শিরোনামে এসেছিলেন। স্বামী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন। আদালত পর্যন্ত গড়িয়েছে দাম্পত্য কলহ। শিশু সন্তানদের নিয়ে তার লড়াইয়ের কথাও বারবার বলেছিলেন। মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন। পেয়েছিলেন নিরাপত্তারক্ষী। সবমিলিয়ে স্বামী অর্থাত্ মোহম্মদ শামির সঙ্গে সাংসারিক দ্বন্দ্ব এনে ফেলেছিলেন খোলা হাটে। শামির স্ত্রী হাসিন জাহান ফের ফিরলেন শিরোনামে। এবার নিজের শোবিজ ক্যারিয়ার নিয়ে।
সদ্য ফিল্মি দুনিয়ায় পা রেখেছেন হাসিন। ‘এসকেপ’ এবং ‘সরি’— দুটো শর্ট ফিল্মে অভিনয়ও করে ফেলেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে অগস্টে মুক্তি পাবে এই দুটি ছবি। ছয় মাসের মধ্যেই যেন আমূল বদলে গিয়েছে হাসিনের জীবন। এ প্রসঙ্গে বেশ উচ্ছসিত হাসিন বলেন, ‘আমি এখন পুরোপুরি মডেলিংয়ে চলে এসেছি। দুটো শর্ট ফিল্মও করলাম। এই জগতেই থাকব এখন।’
হাসিন নিজস্ব ঠিকানা খুঁজছেন বলিউডেও। তার দাবি, বলিউডের অফারও রয়েছে তার। এখনই ছবির নাম বলতে চাইলেন না। তবে দু’জন পরিচালকের সঙ্গে নিয়মিত যোগাযোগের কথা স্বীকার করলেন।
হাসিনের দাবি, ছয় মাস মানসিক চাপে তিনি ডিপ্রেশনে চলে গিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি যে কীভাবে ছিলাম, বললে হয়তো অনেকেরই বিশ্বাস হবে না। চরম ডিপ্রেশন ছিল আমার। তবে যারা আমার ভাল চান, তারা উত্সাহ দিয়েছিলেন। নিজের পায়ে দাঁড়াতে বলতেন তারা। সে জন্যই নতুন উদ্যোগে শুরু করছি। সকলেরই সাপোর্ট চাই।’
হঠাত্ মডেলিং বা অভিনয় কেন? অন্য কোনো পেশার কথা কেন ভাবেননি? এক সময়ের পেশাদার মডেল এবং আইপিএলের চিয়ারলিডার হাসিনের দাবি, এই দুনিয়ার প্রতি তার দীর্ঘদিনের আগ্রহ। কিন্তু বেশি দূর এগোনোর সুযোগ হয়নি। আর সেজন্যও তিনি দায়ী করলেন শামিকেই। তিনি বলেন, ‘আসলে আমি মডেলিং করি, এটা শামি চাইত না। বাড়ি থেকে বেরোতেই দিত না। ও তো ভয় পেত। বাড়ি থেকে বেরোলেই ওর কুকীর্তি জেনে ফেলতাম।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১