আপডেট : ০৮ July ২০১৮
স্বামী পারভেজ মাহমুদ অপুর জন্মদিন উপলক্ষে তাকে চমকে দিলেন চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি। গতকাল ছিল অপুর জন্মদিন। এ উপলক্ষে নিজের ঘরে অপুকে সারপ্রাইজ উপহার দেন তিনি। জানা গেছে, রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে অপুর জন্য কেকসহ জন্মদিন উদযাপনের অন্যান্য অনুষঙ্গ দিয়ে চমকে দেন মাহি। অপু নাকি জানতেন না এই রাতেই তার জন্য অপু এমন আয়োজন করেছেন। মাহি নিজের ফেসবুকে স্বামীর জন্মদিন উপলক্ষে আয়োজনের ছবিও পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, অপুর জন্মদিন উপলক্ষে ছোট্ট ঘরটিকে হালকা আলোতে সাজিয়েছেন মাহি। ছোট্ট টেবিলের কিনারাজুড়ে জ্বালিয়েছেন মোমবাতি। সেই সঙ্গে ছিল রঙ-বেরঙের বেলুন। মাথায় জন্মদিনের কাগজে মোড়ানো টুপি আর চোখে রঙিন মাস্ক, সব মিলিয়ে তাদের ফ্ল্যাটের পরিবেশ হয়ে উঠেছিল খানিকটা উৎসবমুখর। তারপর দুজন একসঙ্গে অপুর জন্মদিনের কেক কাটেন। এরপর বার্থডে বয় অপুকে কেকের খানিকটা অংশ মুখে তুলে দেন মাহি। অপুর জন্মদিনের কিছু মিষ্টি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে নিজেদের সুখী দাম্পত্য জীবনের কথা জানান দেন মাহি। সেসব ছবিতেই প্রকাশ পেয়েছে মাহি-অপুর একে অপরের প্রতি ভালোবাসা। বর্তমানে বাংলাদেশের অন্যতম শীর্ষ চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি। ২০১৬ সালের ২৪ মে তিনি বিয়ে করেন ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে। বিয়ের বয়স দুই বছর পার হলেও সংসার জীবনে তারা এখনো প্রেমিক-প্রেমিকাই।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১