বাংলাদেশের খবর

আপডেট : ০৭ July ২০১৮

'মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না'

স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল ছবি সংরক্ষিত


স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রেখেছে। এখন সমাজবিধ্বংসী মাদক নির্মূলের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, মাদকের সঙ্গে জড়িত কাউকেই কোন অবস্থাতেই ছাড় দেয়া হবে না। এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে সরকার।

আজ শনিবার বিকেলে রাজধানীর মগবাজারের মধুবাগে ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০তম হাতিরঝিল থানার উদ্বোধন শেষে মধুবাগ খেলার মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাতিরঝিল এলাকার আইন শৃংখলা রক্ষার্থে হাতিরঝিল থানা কাজ করবে। দেশি-বিদেশি পর্যটক ও হাতিরঝিলের নিরাপত্তার জন্য এই থানাটি স্থাপন করা হয়েছে। থানাকে আস্থা ও বিশ্বাসের জায়গায় পরিণত করতে হবে।

তিনি বলেন,বর্তমানে হাতিরঝিল থানাটি একটি অস্থায়ী ভবনে স্থাপন করা হয়েছে। অচিরেই হাতিরঝিলে স্থায়ী সুন্দর ও আধুনিক থানা কমপ্লেক্স নির্মাণ করা হবে। হাতিরঝিল থানা একটি আর্দশ থানা হিসেবে কাজ করবে।

আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘হাতিরঝিল এলাকা অনেক বড় হওয়ায় পুলিশের পক্ষে আইন-শৃংখলা ঠিক রাখা কঠিন ছিল। হাতিরঝিল থানা উদ্বোধনের মধ্য দিয়ে এলাকাবাসীর অনেক দিনের স্বপ্ন পূরণ হল। পুলিশের প্রতিটি সদস্য আপনাদের পাশে সেবা নিয়ে থাকবে।’

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১