আপডেট : ০৭ July ২০১৮
বলিউড তারকাদের এক অপরের সঙ্গে প্রেমের গুঞ্জন প্রায় শোনা যায়। তেমনি এখন শোনা যাচ্ছে, আলিয়া ভাট ও রণবীর কাপুর দুজনেই প্রেমে হাবুডবু খাচ্ছেন। অবশ্য তাদের দুজনের মধ্যে কেউ স্বীকার করেননি প্রেমের কথা। টাইমস অব ইন্ডিয়া খবরে জানা যায় ,বর্তমানে রণবীর দুটি বিষয়ে বেশ আলোচিত। এক, সাঞ্জু ছবি নিয়ে। সাঞ্জু ছবিতে সঞ্জয়ের চরিত্রে অভিনয় করা রণবীর সবার কাছে বেশ প্রশংসিত হয়েছেন।এরইমধ্যে ছবিটি বক্স অফিস দখল করে নিয়েছে। অন্যটি হলো, আলিয়ার সঙ্গে রণবীরের প্রেমের গুঞ্জন। সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে দুজনকে। বিশেষ করে মুকেশ আম্বানির ছেলে ও সোনম কাপুরের বিয়েতে দুজনকে একসঙ্গে দেখা যায়। টাইমস অব ইন্ডিয়া আরো জানিয়েছে, সম্প্রতি রণবীরকে হঠাৎ আলিয়ার বাসা মুম্বাইয়ের জুহুতে দেখা গেছে। সেখানে অবশ্য আলিয়ার বাবা মহেশ ভাটও ছিলেন। মহেশ ভাট, আলিয়া ও রণবীরকে একসঙ্গে আলাপচারিতায় দেখা গেছে। তাদের এই আলাপচারিতা বলিউড পাড়ায় বেশ কৌতূহল সৃষ্টি করেছে। অনেকেই বলছেন, আলিয়ার বাসায় রণবীরের যাওয়ার অবশ্যই কোনো কারণ থাকতে পারে। অয়ন মুখার্জির আসন্ন ছবি ‘ব্রহ্মাস্ত্র’-এর জন্য ব্যস্ত রণবীর ও আলিয়া দু’জনেই। এই ছবির শুটিং ফ্লোর থেকেই তাদের প্রেম নিয়ে গসিপ শুরু হয়েছে। সোনম কাপূরের বিয়েতেও দু’জনকে এক সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছে। সেই ছবি নেট দুনিয়ায় বেশ জনপ্রিয়ও হয়েছে। এমনও শোনা গিয়েছে, আলিয়াকে নাকি বেশ পছন্দই করছেন রণবীরের মা নীতু কাপূর। রণবীরের বোন রিদ্ধিমার সঙ্গে নাকি সম্পর্ক খুবই ভাল আলিয়ার। সোশ্যাল মিডিয়ায় একে অপরের ছবিতে কমেন্ট করতেও দেখা গিয়েছে। যদিও, প্রেম নিয়ে দুই তারকাই মুখে কুলুপ এঁটেছেন। ‘সঞ্জু’ ছবির তুমুল সাফল্যের পর রণবীরের ক্যারিয়ারে এখন নতুন মোড়। কোণঠাসা অবস্থা থেকে এখন অনেকটাই ঘুরে দাঁড়িয়েছেন তিনি। এই সাফল্যেকে সেলিব্রেট করতেই কি আলিয়ার বাড়িতে গিয়েছিলেন রণবীর? নাকি এর পিছনে রয়েছে বেশ প্রেম-প্রেম একটা ব্যাপার? গুঞ্জন কিন্তু চলছেই। রণবীর ও আলিয়া অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি ২০১৯ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ ছাড়া এই ছবিতে বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন অভিনয় করেছেন। সুত্র : এনডি টিভি, আনন্দবাজার
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১