আপডেট : ০৭ July ২০১৮
নড়াইল সদর উপজেলায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' সন্দেহভাজন এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে জেলা শহরের পার্শ্ববর্তী লস্কারপুর চানমারি বালুমাঠ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা (৪৮) জেলার সদর উপজেলার চিলগাছা রঘুনাথপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে। নড়াইল সদর থানার ওসি আনোয়ার হোসেন জানান, লস্কারপুর চানমারি বালুমাঠ এলাকায় মাদক ব্যবসায়ীদের জড়ো হওয়ার খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলি শেষে ঘটনাস্থল থেকে আহতাবস্থায় মোস্তফাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, বন্দুকযুদ্ধের সময় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এরা হলেন- থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিন্টু, ডিবির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রহমান, মোস্তফা কামাল ও নাহিদ নেওয়াজ এবং কনস্টেবল ওলিয়ার আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১