আপডেট : ০৭ July ২০১৮
জেলার শ্যামনগর উপজেলায় বৃদ্ধা শাশুড়িকে বেঁধে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর পুলিশ ওই বৃদ্ধার বউমা ও ছেলেকে আটক করেছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বড়কুপট গ্রাম থেকে পুলিশ তাদের আটক করে। আটকরা হলো- উপজেলার বড়কুপট গ্রামের মৃত ত্রৈলক্ষ্য মণ্ডলের ছেলে প্রভাষ মণ্ডল ও তার স্ত্রী আশা রানী। এলাকাবাসী জানায়, আশি বছরের বেশি বয়সের শাশুড়ি ফুলবাসীকে যেখানে-সেখানে পায়খানা-প্রস্রাব করার জন্য প্রতিনিয়ত বেঁধে নির্যাতন করত তার ছেলের বউ আশা রানী। একই সঙ্গে তাকে ঠিকমতো খাবারও দেওয়া হতো না। সম্প্রতি স্থানীয় এক যুবক নির্যাতনের বিষয়টি দেখে ভিডিও করে ফেসবুকে পোস্ট করে। এরপরই পুলিশ কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। গতকাল অভিযান চালিয়ে পুলিশ বৃদ্ধাকে বাঁধা অবস্থায় উদ্ধার এবং পুত্রবধূ আশা রানী ও ছেলে প্রভাষ মণ্ডলকে আটক করে। এ ব্যাপারে শ্যামনগর থানার এসআই শংকর জানান, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে তারা কোনো সদুত্তর দিতে পারেনি। তিনি আরো জানান, বৃদ্ধা ফুলবাসী বর্তমানে ওই বাড়িতেই আছেন। তার খাবার ও সেবা-সুশ্রূষার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১