আপডেট : ০৭ July ২০১৮
‘বাল্যবিয়ে’ বিতর্কে মাথা থেকে খসে পড়েছে ‘মিস বাংলাদেশ’-এর মুকুট। কিন্তু তাতে দমে যাননি মডেল জান্নাতুল নাঈম এভ্রিল। নতুন প্রত্যয়ে শোবিজে কাজ করে যাচ্ছেন। এবার তিনি জানালেন শাকিব খানের সঙ্গে জুটি হয়ে অভিনয় করতে যাচ্ছেন। তিনি বলেন, ‘ইচ্ছা ছিল এটা সারপ্রাইজ হিসেবে থাকবে। কিন্তু তা হলো না। শাকিব খানের সঙ্গে একটি ছবির ব্যাপারে কথা চূড়ান্ত হয়েছে। ১৫ জুলাইয়ের মধ্যে একটি আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিস্তারিত জানাবে প্রযোজনা প্রতিষ্ঠান। তার আগ পর্যন্ত এতটুকুই।’ এভ্রিল জানান, ছবিটি প্রযোজনা করছেন আরশাদ আদনান। দেশসেরা নায়কের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করার সুযোগ পেয়ে খুবই উচ্ছ্বসিত এভ্রিল। তিনি বলেন, ‘শাকিব খানকে দূর থেকে দেখে যেমন মনে হয় দায়িত্ববান, কাছে গিয়ে দেখেছি তিনি আরো বেশি দায়িত্ববান ও রুচিশীল। তিনি যে প্রতিনিয়ত নিজেকে বদলাচ্ছেন, একের পর এক কাজ করে যাচ্ছেন কোনো দিকে না তাকিয়ে, এটাই আমার কাছে অনেক অ্যামেজিং মনে হয়।’ শাকিবের বিপরীতে অভিনয়ের প্রস্তুতি নিয়ে এভ্রিল বলেন, ‘আমি নিজেকে প্রস্তুত করছি। নাচ শিখছি, জিম করছি। প্রযোজনা প্রতিষ্ঠানের নির্দেশমতো নিজেকে প্রস্তুত করছি। আমি অনেক এক্সাইটেড। শাকিবের সঙ্গে অভিনয় করব ভাবতেই ভয় পাচ্ছি, কোনো ভুলটুল যদি হয়ে যায়। তাই নিজেকে সময় দিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১