আপডেট : ০৬ July ২০১৮
অনিল কাপুরকে নিয়ে পর্দায় আসছেন বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রাই। ‘ফ্যানি খান’ ছবিতে একসঙ্গে দেখা যাবে তাদের। এ জুটিকে আবারো পর্দায় দেখতে আগ্রহ নিয়ে দিন গুনছে তাদের ভক্তরা। সম্প্রতি ছবির টিজার মুক্তি পাওয়ার পর দর্শকের আগ্রহ অনেকটাই বেড়ে গেছে। এমনটাই বলছে সর্বভারতীয় একটি গণমাধ্যম। জানা গেছে, ছবিতে ঐশ্বরিয়া ও অনিলের লুকে বেশ চমক রয়েছে। ছবিতে অনিল-ঐশ্বর্য জুটির সঙ্গে থাকবেন রাজকুমার রাও। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ডাচ সিনেমা ‘এভরিবডিস ফেমাস’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘ফ্যানি খান’ ছবিটি। অতুল মাঞ্জরেকার পরিচালিত ছবিটি আগামী আগস্টেই মুক্তি পাওয়ার কথা রয়েছে। ১৯৯৯ সালে ‘তাল’ ছবিতে একসঙ্গে জুটি বেঁধেছিলেন অনিল-ঐশ্বর্য। সেসময় বক্স অফিসে সাড়া ফেলেছিল ছবিটি। ২০০০ সালে ‘হামারা দিল আপকে পাস হ্যায়’ ছবিতে আবারো নিজেদের জাত চিনিয়ে দিয়েছেন তারা। দীর্ঘ বিরতির পর আবারো একসঙ্গে পর্দায় আসতে যাচ্ছেন আলোচিত এ জুটি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১