বাংলাদেশের খবর

আপডেট : ০৬ July ২০১৮

চাঁদপুরে ডাকাতিয়া নদী রক্ষায় মানববন্ধন

চাঁদপুরে ডাকতিয়া নদী রক্ষায় মতিন ফাউন্ডেশনের উদ্দোগে মানববন্ধন অনুষ্ঠিত ছবি : বাংলাদেশের খবর


‘হটাও দুর্ণীতি বাঁচাও দেশ, পরিবেশ রক্ষা কর বাঁচাও মানুষ’ এ শ্লোগানে চাঁদপুরে ডাকাতিয়া নদী রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে ডাকাতিয়া নদীকে অবৈধ দখল ও পরিবেশ রক্ষায় সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেডে ডাকাতিয়া নদীর পাড়ে মানববন্ধনের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন মতিন ফাউন্ডেশন।

সংগঠনের চেয়ারম্যান মেজবাহ কবির বলেন, ‘বৃহত্তর কুমিল্লা অঞ্চলের ডাকাতিয়া নদীটি ২০৭ কিলোমিটার দৈর্ঘ্য। নদিটি চাঁদপুর থেকে শুরু হয়ে কুমিল্লা এবং পরবর্তীতে ভারতের সাথে সংযুক্ত হয়েছে। বর্তমানে এ নদীর অধিকাংশ অংশ ভরাট ও অবৈধ দখল হয়ে আছে। কৃষি কাজে সেচ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের এ নদীকে বাঁচাতে হবে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ফকির মো. ইমরান, আক্তারুজ্জামান, হুমায়ুন কবির, মো. আনিছুর রহমান অপু, সাইফুল ইসলাম ও মামুনুর রশিদ। মনাববন্ধনে বিভিন্ন পেশা শ্রেনীর ব্যাক্তিসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১