আপডেট : ০৬ July ২০১৮
যশোর শহরের শংকরপুর এলাকা থেকে মাথায় গুলিবিদ্ধ অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ভাষ্য নিহত যুবক দুই দল সন্ত্রাসীর গোলাগুলিতে নিহত হয়েছেন। যশোর কোতোয়ালি থানার এসআই তারেক নাহিয়ান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে শংকরপুর বাবলাতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের মরদেহ যশোর জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। তার পরিচয় এখনো জানা যায় নি। তার পরনে জিন্স, সবুজ শার্ট ও কোমরে একটি গামছা ছিল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এসআই তারেক জানান, ‘ওই এলাকায় দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলির খবর পাই আমরা । সেখানে পুলিশ হাজির হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি এবং পাঁচটি বোমা উদ্ধার করা হয়েছে।’ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক বলেন, ‘মাথায় গুলিবিদ্ধ ওই যুবক হাসপাতালে আনার আগেই মারা গেছে।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১