আপডেট : ০৫ July ২০১৮
চাঁদপুরের হাজীগঞ্জে ১২১ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ফারুক হোসেন (৩৫) ও তার সহযোগী হাবিবুর রহমান লিছান (৩০) কে আটকের পর হাজতে পাঠিয়েছে আদালত। এর আগে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক থেকে ইয়াবাসহ পুলিশ তাদের আটক করে। আটক ফারুক হোসেন হাজীগঞ্জ পৌরসভাধীন ৫নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের আনোয়ার হোসেন বুলুর ছেলে এবং তার সহযোগী হাবিবুর রহমান লিছান (৩০) পৌরসভাধীন ৪নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের আহসান কাশারির ছেলে। মাদক ব্যবসায়ী ফারুকের বিরুদ্ধে আরো ৫টি মাদকের মামলা ও লিসানের বিরুদ্ধে অন্য ২টি মামলা রয়েছে বলে থানা সুত্রে জানা যায়। থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে হাজীগঞ্জ পূর্ব বাজারে ইয়াবা বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ফারুক ও লিছান পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধরে ফেলে। এতে শাহাদাত হোসেন নামের এক কনস্টেবল আহত হয়। এ সময় তাদের কাছ থেকে ১২১পিস ইয়াবা উদ্ধার করা হয়। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং- ২) এবং তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১