আপডেট : ০৫ July ২০১৮
বড়পর্দায় অভিষেকের অপেক্ষায় দিন গুনছেন অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। ছোটপর্দা থেকে শিগগিরই বড়পর্দায় আসতে যাচ্ছেন তিনি। বাংলাদেশের খবরের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন টয়া। তিনি জানান, তার অভিনীত ‘বেঙ্গলি বিউটি’ ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে গত ৬ জুন। রাহশান নূর পরিচালিত ছবিটি আগামী ২০ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিতে টয়াকে দেখা যাবে ৭০ দশকের একজন মেডিকেল ছাত্রীর চরিত্রে। নিজের প্রথম ছবি মুক্তি সম্পর্কে জানতে চাইলে টয়া বলেন, ‘একটু নার্ভাস আছি। ৭০ দশকের গল্পের ছবি। তখনকার মানুষ কীভাবে কথা বলত, কীরকম পোশাক পরত এসব আমাকে রপ্ত করতে হয়েছে। আমি চেষ্টা করেছি অভিনয়টা ঠিকমতো করার।’ বড়পর্দায় নিয়মিত হওয়া প্রসঙ্গে টয়া বলেন, ‘বড়পর্দায় নিয়মিত হওয়ার ইচ্ছা আছে। কিছু ছবির প্রস্তাবও আমার হাতে আছে। তবে আমি একটু বুঝেশুনে বড়পর্দায় আসতে চাই। সুন্দর গল্পের ভালো ছবিতে কাজ করার ইচ্ছা আছে। আমার সঙ্গে ব্যাটে বলে মিললেই পর্দায় নিয়মিত হব।’ ২০১০ লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে আগমন হয় টয়ার। টেলিকম কোম্পানির বিজ্ঞাপনে অংশ নিয়ে আলোচনায় আসেন টয়া। তারপর জনপ্রিয় সব কাজ দিয়ে ছোটপর্দায় নিজের শক্ত অবস্থান গড়ে দেন এ অভিনেত্রী।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১