আপডেট : ০৫ July ২০১৮
মাহিয়া মাহি। ঢাকাই চলচ্চিত্রের পরিচিত নায়িকা। ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে পর্দায় আগমন তার। খুব অল্প সময়ে শক্ত অবস্থান গড়ে নেন নায়িকা হিসেবে। ক্যারিয়ারে মাত্র চার বছর পার করার পরই বিয়ে করেন এ নায়িকা। ২০১৬ সালের ২৫ মে পারিবারিকভাবে মাহি বিয়ে করেন কম্পিউটার প্রকৌশলী পারভেজ মাহমুদ অপুকে। সংসারের প্রয়োজনে মাঝে খানিক বিরতিতে ছিলেন মাহি। বিরতি কাটিয়ে আবারো কাজে ফিরতে যাচ্ছেন তিনি। ৯ জুলাই থেকে আবুল কালাম আজাদ পরিচালিত ‘ও মাই লাভ’ ছবির চিত্রায়ণে অংশ নেওয়ার কথা রয়েছে তার। সম্প্রতি স্বামী অপুকে নিয়ে নতুন সংসার শুরু করেছেন জনপ্রিয় এ অভিনেত্রী। স্বামীকে নিয়ে নতুন ফ্ল্যাটে উঠেছেন তিনি। সে ফ্ল্যাট মনের মতো করে সাজিয়েছেন মাহি। সাজানো ফ্ল্যাটের কিছু ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে মাহি লেখেন- ‘মাহি-অপুর সংসার। আজ থেকে আমি আর তুমি।’ স্বামী-সংসার-পরিবার নিয়ে বেশ সুখেই আছেন মাহি। তিনি বলেন, ‘বিয়ের পর অনেক দিন শ্বশুরবাড়িতে ছিলাম। আমাদের একটি ফ্ল্যাট হবে সে রকম একটি স্বপ্ন ছিল। অবশেষে সেটি পূরণ হলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ নতুন ছবিতে ফেরা প্রসঙ্গে মাহি জানান, ‘ও মাই লাভ ছবিতে অনেক আগেই চুক্তিবদ্ধ হয়েছি। ছবির প্রি-প্রোডাকশনের কাজ শেষ হয়েছে। শিগগিরই চিত্রায়ণে যাচ্ছি।’ এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে মাহি অভিনীত বেশ কয়েকটি চলচ্চিত্র। তার মধ্যে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’ অন্যতম। ছবিতে চিত্রনায়ক সাইমন সাদিকের বিপরীতে অভিনয় করেছেন মাহি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১