বাংলাদেশের খবর

আপডেট : ০৪ July ২০১৮

জামিন পেলেন নাজিব রাজাক

মালয়েশীয় প্রধানমন্ত্রী নাজিব রাজাক ছবি : ইন্টারনেট


দশ লাখ রিঙ্গিতের বিনিময়ে জামিন পেয়েছেন দুর্নীতির অভিযোগে আটক সাবেক মালয়েশীয় প্রধানমন্ত্রী নাজিব রাজাক। খবর স্ট্রেইট টাইমসের।

বুধবার সকালে আদালতে তোলার পূর্বে তার বিরুদ্ধে আস্থাভঙ্গের তিন অভিযোগ ও রাষ্ট্রীয় তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদ (১এমডিবি)-এ ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সহ চারটি অভিযোগ গঠন করা হয়। তবে নাজিব তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

বুধবার সকালে নাজিবকে ওই চার অভিযোগে আদালত তোলার পর নিজেকে নির্দোষ দাবি করে জামিন আবেদন করেন তিনি। পরে আদালত নগদ ১০ লাখ রিঙ্গিতের বিনিময়ে নাজিবের জামিন মঞ্জুর করে। এসময় রাজাকের দুই কূটনীতিক পাসপোর্ট জমা দিতেও আদেশ দেন আদালত।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১