বাংলাদেশের খবর

আপডেট : ০৪ July ২০১৮

আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার

নিহত আব্দুল মতিন মাস্টার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন সংরক্ষিত ছবি


ময়মনসিংহের এক আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে পুলিশ। বুধবার সকালে ত্রিশালের ঘা-ভাটিয়া গ্রামের একটি পুকুরের পাড় থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয় বলে জেলার সহকারী পুলিশ সুপার আব্দুর রকিব খান জানান। নিহত আব্দুল মতিন মাস্টারের (৭২) বাড়ি ওই গ্রামের মঠবাড়ি ইউনিয়নে। ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনি।

সহকারী পুলিশ সুপার আব্দুর রকিব খান জানান, মুক্তিযোদ্ধা মতিন মাস্টার নিজের পুকুরে মাছ চাষ করতেন। সকালে ওই পুকুরের পাড়ে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশের ধারণা, ‘রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যার পর লাশ পুকুর পাড়ে ফেলে গেছে। তবে হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১