আপডেট : ০৩ July ২০১৮
টানা দ্বিতীয় দিনের মতো দেশের দুই পুঁজিবাজারে সূচকে বড় পতন হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক বা ডিএসইএক্স ৪৯ পয়েন্ট কমে প্রায় ৫ হাজার ২৭৩ পয়েন্টে অবস্থান করছে । এই সূচক প্রায় দেড় বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে এর চেয়ে কম সূচক ৫ হাজার ২১৪ পয়েন্ট ছিল ২০১৭ সালের ৯ জানুয়ারি। সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৬২৭ কোটি ৮৮ লাখ ৭৪ হাজার টাকা, যা আগের দিনের চেয়ে ১৫৬ কোটি ৮৬ লাখ টাকা কম। ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১৯৫টির ও অপরিবর্তিত রয়েছ ৪৫টির। ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স ৪৯ পয়েন্ট কমে প্রায় ৫ হাজার ২৭৩ পয়েন্টে অবস্থান করছে; ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক ১১ দশমিক ২৪ পয়েন্ট কমে প্রায় একহাজার ২৩৬ পয়েন্টে রয়েছে; এবং ডিএস৩০ সূচক ২১ দশমিক ২৯ পয়েন্ট কমে প্রায় ১ হাজার ৮৯৪ পয়েন্টে অবস্থান করছে। এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৭ কোটি ৫০ লাখ টাকা কমে ৩৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। লেনদেন করা ২৩৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ১৩৮টির ও অপরিবর্তিত রয়েছে ২৩টির দর। দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ১৩৭ পয়েন্ট কমে ১৬ হাজার ২৫২ পয়েন্টে অবস্থান করছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১