আপডেট : ০৩ July ২০১৮
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মিতা নূর। না ফেরার দেশে চলে গেছেন প্রায় পাঁচ বছর আগে। ২০১৩ সালের ১ জুলাই গুলশানের নিজ বাসভবন থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয় তার লাশ। লম্বা সময় পার হয়ে গেলেও এখনো জট খোলেনি মিতা নূরের মৃত্যুর। সে সময় মিতা নূরের মৃত্যুকে রহস্যজনক বলে সন্দেহ করেছেন অনেকেই। তার স্বামী শাহানুর রহমানের দিকে সন্দেহের তীর ছোড়া হয়েছিল। স্বামীর পরকীয়া সম্পর্ক মানতে না পারায় আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন এ অভিনেত্রী- এমন ধারণাই জন্ম দিয়েছিল। পরে মিতা নূরের বাবা ফজলুল রহমান সে সময় গুলশান থানায় একটি অপমৃত্যু মামলাও করেছিলেন। প্রকাশিত সংবাদ সূত্রে জানা যায়, মৃত্যুর দুদিন আগে মিতা নূর তার মায়ের বাড়ি বাসাবো থেকে নিকেতনে স্বামীর অফিসে আসেন। অফিসে স্বামীর সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে তিনি ভাঙচুর করেন বলে জানা যায়। পরে পুলিশের উপস্থিতিতে বিষয়টির মীমাংসা হলেও দুদিন বাদেই তার আত্মহত্যা নতুন রহস্যের জাল সৃষ্টি করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১