বাংলাদেশের খবর

আপডেট : ০৩ July ২০১৮

ভুল নিউজ না করার অনুরোধ

অভিনেত্রী ইপশিতা শবনম শ্রাবন্তী সংরক্ষিত ছবি


ভুল নিউজ না করার জন্য সাংবাদিকদের অনুরোধ করেছেন অভিনেত্রী ইপশিতা শবনম শ্রাবন্তী। তার সংসারকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সংবাদের প্রেক্ষিতে এ কথা বলেছেন তিনি। পাশাপাশি সংসার রক্ষা করতে প্রধানমন্ত্রীর সাহায্যও চেয়েছেন এ অভিনেত্রী। নিজের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি।

শ্রাবন্তী বলেন, ‘সাংবাদিক ভাই ও বোনেরা কেউ ভুল নিউজ করবেন না। আমি যা বলার এখানেই বলে দিলাম। পারলে আমার সংসারটাকে রক্ষা করতে সাহায্য করুন। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাহায্য চাই, কারণ তিনিও একজন নারী, তিনিও একজন মা। তিনিও নিশ্চয় চাইবেন না একজন মা ও তার বাচ্চাদের সঙ্গে অন্যায় হোক। আমার সঙ্গে আর আমার বাচ্চাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। এই জাতি যেন অন্যায়কে সমর্থন না করে।’

আবেগঘন এ স্ট্যাটাসে তাকে হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। শ্রাবন্তী লেখেন- ‘আমাকে হুমকি দেওয়া হচ্ছে আমার বিরুদ্ধে মানহানি মামলা করবে। আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলবে, সংসার ভাঙবে আর আমি তা মেনে নিয়ে চুপ করে থাকব তাই না? খোরশেদ আলম আমার সব জেনেশুনে আমাকে বিয়ে করেছিলেন। আর ৭ বছর পর তা নিয়ে আমাকে অপবাদ করে যাবে, তা মানা যায় না। সবকিছুর আগে আমি একজন মা, আলম একজন বাবা। এটা আমাদের ভুলে যাওয়া উচিত না। বাচ্চাদের কোনো দোষ নেই। ওদের মাকেও প্রয়োজন, বাবাকেও প্রয়োজন।’

উপরে আল্লাহ আছেন, সবকিছু সুন্দরভাবে হোক- উল্লেখ করে শ্রাবন্তী আরো লেখেন, ‘একজন শিক্ষক হয়ে এমন অন্যায় যেন আলম আমাদের সঙ্গে না করে। আমাকে উল্টো হুমকি না দিয়ে ওই মহিলা নিজেও সংসার মনোযোগ দিয়ে করুক। আমার বাচ্চাদের সঙ্গে অন্যায় না হোক, এটাই আমার চাওয়া। আলম অন্যায় না করে অনেস্টলি সবকিছু থেকে সরে আসুক। নিজের ফ্যামিলি রক্ষা করুক একজন শিক্ষক হয়ে, এটা চাই।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১