আপডেট : ০৩ July ২০১৮
চলমান মাদকবিরোধী অভিযানের মধ্যে ময়মনসিংহের সদর উপজেলার শম্ভুগঞ্জ এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত বাচ্চু ওরফে ভেবেল বাচ্চুর (৪৫) নিহত হয়েছে। পুলিশের দাবি নিহত বাচ্চু মাদক বিক্রেতা। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান জানান। তিনি জানান, মঙ্গলবার ভোর ৩ টার দিকে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে। নিহত বাচ্চুর বাড়ি সদর উপজেলার চরপুলিমারি গ্রামে। তার নামে ১৫ টিরও বেশি মাদক মামলা রয়েছে বলে পুলিশের ভাষ্য। ওসি আশিকুর জানান, শম্ভুগঞ্জ এলাকায় মাদক বিক্রেতারা মাদক ভাগাভাগি করছে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক বিক্রেতারা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে বাচ্চুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, ‘এ ঘটনায় দুই কনস্টেবল আহত হলে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া ঘটনাস্থল থেকে ২০০ টি ইয়াবা ও চারটি গুলির খোসা উদ্ধার করা হয়।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১