আপডেট : ০৩ July ২০১৮
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) দিনটি শুভ। চাকরি সংক্রান্ত কোনো পরীক্ষার ফল অনুকূলে আসতে পারে। সরকারি কাজকর্ম শুভ। বড়ভাইয়ের সাহায্য পেতে পারেন। বৃষ (২১ এপ্রিল-২১ মে) দিনটি ভালো যাবে। আজ আপনার প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধির যোগ প্রবল। কর্মস্থলে পদস্থ কর্তার আনুকূল্যে নতুন দায়িত্ব পেতে পারেন। মিথুন (২২ মে-২১ জুন) সকাল থেকেই সময় ভালো যাবে। বিদেশযাত্রার যোগ আছে। ব্যবসায় ভালো আয় হতে পারে। কর্কট (২২ জুন-২২ জুলাই) দিনটি মিশ্র সম্ভাবনাময়। মামলা ও আইনগত জটিলতা আছে। মামলার রায় আপনার বিরুদ্ধে যেতে পারে। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট) দিনটি শুভ ও সম্ভাবনাময়। সকালের দিকে শরীর কিছুটা খারাপ থাকতে পারে। ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) দিনটি ভালো যাবে না। শরীর খারাপ হওয়ার আশঙ্কা। সহকর্মীদের দ্বারা ক্ষতি হতে পারে। কোনো ডকুমেন্ট হারিয়ে ফেলতে পারেন। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) দিনটি ব্যস্ততায় কাটবে। সন্তানের পড়াশোনা নিয়ে ব্যস্ত হতে পারেন। রোমান্টিক বিষয়ে ভুল বোঝাবুঝি হতে পারে। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর) দিনটি আপনার জন্য ঝামেলাপূর্ণ। প্রত্যাশা পূরণে বার বার বাধা আসবে। আত্মীয়ের ষড়যন্ত্রের শিকার হতে পারেন। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) ভালো-মন্দ মিলিয়ে দিনটি কাটবে। বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। আর্থিক অনিশ্চয়তা কাটার যোগ আছে। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) দিনটি সম্ভাবনাময়। বকেয়া আদায় হবে। বৈদেশিক কাজে অর্থব্যয়ের যোগ আছে। বাড়িতে আত্মীয়ের আগমন হতে পারে। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) আপনার দিনটি ভালো যাবে। ক্ষমতা ও প্রভাব বাড়বে। বকেয়া আদায়ের সম্ভাবনা রয়েছে। পারিবারিক বিরোধের অবসান হতে পারে। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) দিনটি ভালো যাবে। দূরের যাত্রা শুভ। প্রবাসীদের সময় ভালো যাবে। জটিলতার অবসান হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১