বাংলাদেশের খবর

আপডেট : ০২ July ২০১৮

৭০ ভাগ খরচ কম ডিজিটাল মার্কেটিংয়ে

শনিবার ইরা ইনফোটেকে তৃতীয়বারের মতো ‘ইরা টেক-টক’ শীর্ষক আইডিয়া শেয়ারিং সেমিনার ও মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় ছবি : সংগৃহীত


বিজ্ঞাপন প্রদর্শন ও প্রচারণার কাছে বিজ্ঞাপনের জন্য অন্য সব মাধ্যমের তুলনায় ডিজিটাল মার্কেটিংয়ে খরচ ৭০ শতাংশ কম হয় বলে জানিয়েছেন রাইজ আইটি সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক একেএম রাশেদুল মাজিদ। শনিবার ইরা ইনফোটেকের সভাকক্ষে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত ‘ইরা টেক-টক’ শীর্ষক আইডিয়া শেয়ারিং সেমিনার ও মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ডিজিটাল মার্কেটিংয়ে অন্য দেশগুলোর মতো না হলেও ইতোমধ্যে বিশ্বের অন্য দেশের সঙ্গে আমাদের দেশেও এর চর্চা শুরু হয়েছে। আর ডিজিটাল মার্কেটিংয়ের বড় সুবিধা হলো এর অডিয়েন্স শনাক্ত করা যায়। কোন বয়সের বা কোন এলাকায় বা কোন অডিয়েন্সের কাছে আমি আমার পণ্যের বিজ্ঞাপন প্রদর্শন করাতে চাই তা চিহ্নিত করা যায়।

তিনি আরো বলেন, আমরা অনেক ধরনের পণ্য উৎপাদনের ক্ষমতা রাখি। অনেক সময় এই ভেবে অনেকেই উৎপাদন থেকে সরে আসে যে, আমি একটি পণ্য উৎপাদন করার ক্ষমতা রাখি কিন্তু আমার পণ্যের ক্রেতা বা গ্রাহক আমাদের দেশের তুলনায় অন্য দেশে বেশি রয়েছে। আমি এই পণ্যগুলো ওই দেশের ব্যবহারকারীদের কাছে কীভাবে পৌঁছে দেব? তাদেরকে আশা দেখাতে চাই। বর্ডার লেস পণ্য উৎপাদন করার দক্ষতা থাকলে তা করতে পারেন। আপনার পণ্যের জন্য ডিজিটাল মার্কেটিং হবে, আপনার পণ্য এদেশ থেকেই বিক্রি হবে।

সেমিনারে ইনফোটেকের সিইও মো. সিরাজুল ইসলাম বলেন, আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ডেভেলপ ও তৈরি করতে শুরু করেছি অনেক আগে থেকেই। নতুন নতুন চাহিদা আমাদের সামনে এসে হাজির হচ্ছে। প্রতিনিয়ত আমরা নতুন সমস্যায় যেন না পড়ি সেজন্য ব্যবস্থা নিতে হচ্ছে। বর্তমানে ডাটাবেজের চাহিদা লক্ষ করা যাচ্ছে। আমরা এখন থেকে যদি ডাটাবেজ নিয়ে চিন্তা না করি তাহলে পরনির্ভরশীলতা আমাদের ছাড়বে না। সেমিনারে তিনি তার প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের চিহ্নিত করা আইডিয়াগুলো নিয়ে বাস্তবায়নমূলক কাজ করারও তাগিদ দেন। অনুষ্ঠানের শেষ দিকে উপস্থিত কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন একেএম রাশেদুল মাজিদ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১