বাংলাদেশের খবর

আপডেট : ০২ July ২০১৮

এই দিনে

আটলান্টিক অতিক্রমকারী প্রথম মহিলা বৈমানিক অ্যামেলিয়া ইয়ারহার্ট ছবি : ইন্টারনেট


৬৮৪ : কাবা ঘরের সংস্কার করা হয়।

৭১২ : মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়।

১৭৫৭ : মীরনের আদেশে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়।

১৭৭৬ : মন্টিনেন্টাল কংগ্রেস কর্তৃক আমেরিকার স্বাধীনতা ঘোষণা।

১৮৪৩ : হোমিওপ্যাথিক ওষুধ আবিষ্কারক জার্মানির স্যামুয়েল হ্যানিম্যান ইহধাম ত্যাগ করেন।

১৯৭৭ : আটলান্টিক অতিক্রমকারী প্রথম মহিলা বৈমানিক অ্যামেলিয়া ইয়ারহার্ট রহস্যজনকভাবে বিমানসহ নিখোঁজ হন।

১৯৬১ : সত্যাগ্রহ আন্দোলনের ধারাবাহিকতায় আসামের ভাষা পরিষদ ভাষা দিবস দাবি পালন করে।

১৯৬৪ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জনসন নাগরিক অধিকার সংক্রান্ত আইন স্বাক্ষর করেন।

১৯৭২ : ভারত ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়।

 

সিমলা চুক্তি

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর যুদ্ধে বাংলাদেশকে সমর্থন দানকারী দেশ ভারত এবং প্রতিপক্ষ পাকিস্তানের মধ্যে সম্পাদিত একটি শান্তি চুক্তির নাম ‘সিমলা চুক্তি’। পাকিস্তান সেনাবাহিনী ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করে এবং যুদ্ধবন্দি হিসেবে ভারত তাদের নিরাপত্তা হেফাজতে নিয়ে যায়। বাংলাদেশ যুদ্ধাপরাধী হিসেবে এদের বিচার করতে চেয়েছিল। কিন্তু ভারতের হেফাজত থেকে যুদ্ধবন্দিদের মুক্তি এবং যুদ্ধবন্দি হিসেবে তাদের বিচাররহিতকরণ ছিল পাকিস্তান সরকারের জন্য একটি জাতীয় জরুরি বিষয়। অপরদিকে একটি শান্তিকামী জাতি হিসেবে ভারতের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা ছিল ভারতের জন্য খুবই জরুরি। এ প্রেক্ষাপটে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতের সিমলায় এক শীর্ষ বৈঠকে মিলিত হয়ে এই শান্তি চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তিতে ভারত ও পাকিস্তান তাদের সব বৈরিতার অবসান ঘটানো, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সব ক্ষেত্রে বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা এবং ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর পর্যন্ত জম্মু ও কাশ্মিরে বিরাজমান স্থিতাবস্থা পুনঃস্থাপনের অঙ্গীকার ব্যক্ত করে। এই চুক্তির অধীনে ভারত সব যুদ্ধবন্দিকে বিনাবিচারে পাকিস্তানে ফেরত পাঠায়। এ ছাড়াও এই চুক্তির দলিলে একটি সমঝোতায় শর্ত ছিল যে, পাকিস্তান কর্তৃক বাংলাদেশকে কূটনৈতিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পাকিস্তানের নাগরিকদের তাদের নিজস্ব পছন্দ অনুযায়ী বাংলাদেশ বা পাকিস্তানে ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে সংলাপ শুরুর ব্যবস্থা করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১