বাংলাদেশের খবর

আপডেট : ০২ July ২০১৮

আট বছরেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

বেলজিয়ান বংশোদ্ভূত লরেন্ট সিমন্স ছবি : ইন্টারনেট


বয়স মাত্র আট বছর। এর মধ্যেই উচ্চমাধ্যমিক পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে বেলজিয়ান বংশোদ্ভূত লরেন্ট সিমন্স। ছয় বছরের পড়াশোনা সে শেষ করেছে মাত্র দেড় বছরে। খবর বিবিসি।

তার বাবা বেলজিয়ান ও মা ডাচ। তারা জানান, তাদের সন্তানের আইকিউ ১৪৫। সে ১৮ বছর বয়সীদের একটি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেছে। বেলজিয়ামের রেডিও আরটিবিএফকে সিমন্স জানায়, তার প্রিয় বিষয় গণিত। কারণ এটা অনেক বিস্তৃত, রয়েছে পরিসংখ্যান, ভূগোল ও বীজগণিত। একসময় সে ডাক্তার ও জ্যোতির্বিজ্ঞানী হতে চাইলেও এখন সে কম্পিউটার নিয়ে কাজ করতে আগ্রহী। দুই মাস পরেই তার বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে। তার বাবা জানান, ছেলেটিকে নিয়ে শিশুকাল থেকেই অনেক সমস্যায় পড়েছি। কারণ সে অন্যদের মতো খেলনা নিয়ে ব্যস্ত হতো না। সে যদি একজন রঙমিস্ত্রিও হতে চায়, তাতে আমাদের কোনো সমস্যা নেই।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১