বাংলাদেশের খবর

আপডেট : ০২ July ২০১৮

কথা দিলেন পূজা চেরি

অভিনেত্রী পূজা চেরি সংরক্ষিত ছবি


‘আপনারা যদি এভাবেই হলে যান এবং বাংলা সিনেমা দেখেন তাহলে আমরা কথা দিচ্ছি, এর চেয়ে আরো ভালো কিছু আমরা আপনাদের জন্য নিয়ে আসব।’ পোড়ামন-২ নিয়ে এমনটাই লিখেছেন পূজা চেরি।

ঈদের মুক্তিপ্রাপ্ত আলোচিত ছবি ‘পোড়ামন-২’ এর শুটিংয়ের অভিজ্ঞতা বর্ণনা করে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন পূজা। তাতে তিনি  লেখেন- মনে হচ্ছে পাঁচ-ছয় দিন আগে ‘সুতো কাটা ঘুড়ি’ গানে বাসের পেছনে ছুটছি। আমার পায়ে কাঁটা বিঁধেছে আর সুজন আমার পায়ের কাঁটা সরিয়ে দিচ্ছে। মনে হচ্ছে সেই দিনই শীতে আমি, সিয়াম, রাফি ভাইসহ পুরো ইউনিট কাঁপছিলাম। মনে হচ্ছে সেই দিনই তো বলছিলাম যে, ‘একে তো শীত তার ওপর ব্লোয়ার দিচ্ছে।’ আহ্ কী যে বলব চোখ দিয়ে পানি চলে আসত।

দর্শকদের ধন্যবাদ জানিয়ে পূজা আরো লেখেন- খুব ভালো লাগছে যে ‘পোড়ামন-২’ মুক্তি পেয়ে গেছে। এর চেয়ে আরো বেশি ভালো লাগছে আপনারা সবাই ‘পোড়ামন-২’ দেখছেন। ‘পোড়ামন-২’-এর সঙ্গে মিশে গেছেন এবং তার চেয়েও বড় কথা বাংলা সিনেমা দেখতে এসেছেন। আমরা সবাই চেষ্টা করেছি ভালো কিছু দেওয়ার যাতে আপনাদের মাথার ওপর দিয়ে না গিয়ে মনের ভেতর দিয়ে যাক।

দীর্ঘ স্ট্যাটাসের শেষে পূজা লেখেন— আমরা আবারো আসছি একই সঙ্গে ‘দহন’ নিয়ে। জয় হোক ‘পোড়ামন-২’। জয় হোক বাংলা চলচ্চিত্রের।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১